সোমবার, ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রচারিত হবে চয়নিকা চৌধুরীর তিনটি একক নাটক। গণমাধ্যমে এই নির্মাতা জানান, অনেক দিন পর পূজার নাটক নির্মাণ করলেন তিনি। এর মধ্যে ১১ অক্টোবর মাছরাঙায় প্রচারিত হবে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্পও লিখেছেন চয়নিকা চৌধুরী।

অভিনয়ে আবুল হায়াত, জোনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, মিলি বাশার, আজিজুর রহমন, মনিফা মোস্তাফিজ মন, জয় অধিকারী প্রমুখ। এ ছাড়া ১০ অক্টোবর গানচিলের ইউটিউব চ্যানেলে বেলা তিনটায় মুক্তি পাবে নতুন নাটক ‘বারান্দায় বিকেল’। ফারিয়া হোসেনের লেখা এ নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদী, তানভীন সুইটি, ওয়াজিহা হক প্রমুখ।

এ ছাড়া ১২ অক্টোবর এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে পূজার নাটক ‘শারদ প্রাতে’। দুই বছর আগে দুর্গাপূজায় নাটকটি প্রথমবার প্রচারিত হয়েছিল। এবার নাটকটির পুনঃপ্রচার হচ্ছে। এটিরও রচয়িতা ফারিয়া হোসেন। অভিনয়ে এফ এস নাঈম, তানজিম সাইয়ারা তটিনী, মোহাম্মদ বারী, মিলি বাশার প্রমুখ।

এবার পূজার বিশেষ নাটকে দেখা গেছে সাদিয়া আয়মান ও জোভানকে। ‘মমতা’ নামে নাটকটি ক্লাব ইলেভেন ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ৮ অক্টোবর বিকেলে মুক্তি পেয়েছে।

এইচ এম ভয়েস নামের ইউটিউব চ্যানেলে ১০ অক্টোবর আসবে পূজার গান ‘তোমার নাম লিখে রাখলাম’। শেখ নজরুলের কথায় গানটির সংগীত করেছেন রেজওয়ান শেখ। গেয়েছেন মৌমিতা বড়ুয়া। ভিডিও চিত্র নির্মাণ করেছেন আল আমিন হোসেন। সাইফুল ইসলামের সঙ্গে গানটিতে মডেলও হয়েছেন মৌমিতা।

Share.
Leave A Reply

Exit mobile version