ভারতের পশ্চিমবঙ্গের চিত্রনায়ক জিৎ ও বাংলাদেশের শরিফুল রাজকে নিয়ে দুই দিন আগে ‘লায়ন’ নামের একটি ছবি বানানোর ঘোষণা দেন পরিচালক রায়হান রাফি। কিন্তু লায়ন ছবিতে নায়িকা কে হচ্ছেন সে ব্যাপারে কিছুই বলেননি পরিচালক। তবে লায়ন ছবির নায়িকার নাম ঘোষণা না করলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, তাঁর পরিচালিত ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’–তে নায়িকা কে হচ্ছেন, সে খবর। প্রযোজনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘ব্ল্যাক মানি’তে নায়িকা হতে যাচ্ছেন পূজা চেরি।
কাল শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান। প্রকাশ করবে অন্যান্য অভিনয়শিল্পীর নাম ও শুটিং শুরুর খবরও।
অনেক দিন ধরে কথাবার্তা চলতে থাকলেও সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির নতুন ওয়েব ফিল্ম ব্ল্যাক মানির আনুষ্ঠানিক ঘোষণা আসছে কাল। এরই মধ্যে চাউর হয়, এই ছবিতে নায়িকা হবেন তানজিন তিশা। সপ্তাহ দু-এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রও গণমাধ্যমকে তেমনটাই জানিয়েছিল। এই ঘোষণা প্রকাশ্যে আসার পর রাফির সঙ্গে তিশার প্রেমের সম্পর্কের খবর নিয়ে চর্চা হতে থাকে।
চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কের অধ্যায় চুকে যাওয়ার পর যদিও গণমাধ্যমে তিশার প্রসঙ্গে রাফি বলেছেন, ‘এটি স্রেফ গুজব।’ রাফি ও তানজিন তিশার সম্পর্ক নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই ‘লায়ন’ নামের একটি ছবির ঘোষণা দেন এই পরিচালক।