বুধবার, ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

বিয়ের ঘোষণা দিয়েছিলেন আগেই, এবার দিনক্ষণ জানালেন দক্ষিণ কোরীয় অভিনেত্রী জো বো আহ। ১২ অক্টোবর বিকেলে সিউলের ওয়াকার হিল হোটেলের আস্টন হাউসে বিয়ে সারবেন তিনি। পাত্র শোবিজের কেউ নন।

গত আগস্টে জো বো আহর বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল। তখন তাঁর এজেন্সি এক্সওয়াইজি স্টুডিওজ এক বিবৃতিতে লিখেছিল, দুজনের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি জো বো আহর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

২০১২ সালে ‘শাটআপ, ফ্লাওয়ার বয় ব্যান্ড’ ড্রামা সিরিজে অভিনয় করে পরিচিতি পান জো বো আহ। এরপর ‘মিলিটারি প্রসিকিউটর ডোবারম্যান’, ‘অ্যালে রেস্টুরেন্ট’–এর মতো আলোচিত ড্রামা ও শোতে কাজ করেছেন।

ডিজনি প্লাসের অরিজিনাল সিরিজ ‘নকঅফ’–এ অভিনয় করেছেন জো বো আহ। সিরিজটি এ বছরের শেষভাগে মুক্তি পাবে।

Share.
Leave A Reply

Exit mobile version