বুধবার, ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

গান

প্রায় এক বছর বিরতির পর একক গানে ফিরছেন ব্ল্যাকপিংক তারকা জেনি। নিজের অফিশিয়াল ওয়েবসাইটে জেনি জানান, তাঁর নতুন গান ‘মন্ত্র’ মুক্তি পাবে ১১ অক্টোবর। গানের একটি টিজার প্রকাশ করেছেন জেনি। যুক্তরাষ্ট্রের রেকর্ড লেবেল কলম্বিয়া রেকর্ডসের সঙ্গে চুক্তির পর প্রথম কোনো গান নিয়ে আসছেন তিনি। জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি, ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে। মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি; গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তাঁর।

সর্বশেষ সংবাদ