রবিবার, ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

সংবিধান সংস্কারের সুপারিশ তৈরির জন্য অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে নেতৃস্থানীয় ছয় ব্যক্তির সঙ্গে মতবিনিময় সভা করেছে সংবিধান সংস্কার কমিশন। আজ রোববার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ সভা হয়। সভায় আমন্ত্রিত ব্যক্তিরা সংবিধান সংস্কার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেছেন।

সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম এম ফজলুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ; ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ মানজুরে ইলাহী; বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ মইনুল ইসলাম; নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান অংশ নেন।

অনদিকে সভায় কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মো. মুসতাইন বিল্লাহ অংশ নেন।

আগামী আরও কয়েক দিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১০টি সংস্কার কমিশন গঠন করেছে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনসহ ছয়টি কমিশন কাজ শুরু করেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ছয়টি কমিশন সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা।

অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন ৪ নভেম্বর অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version