সোমবার, ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি। গতকাল সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে সাত সদস্যের নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান। সদস্য হিসেবে আরও রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিস্তার জাহান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস ও শব্দ সম্পাদক নাহিদ মাসুদ।

এই আপিল কমিটির মেয়াদ প্রজ্ঞাপনের তারিখ হতে আগামী দুই বছর। এই কমিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্তে সংক্ষুব্ধ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে।

এই প্রজ্ঞাপন জারির ফলে চলতি বছরের ২৮ মার্চ প্রকাশিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১২৭ নম্বর প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।

Share.
Leave A Reply

Exit mobile version