বুধবার, ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

তাহসান খানকে প্রশ্ন করা হয়েছিল, আবার সংসারী হচ্ছেন কবে? বিয়ে নিয়ে ভাবনা কী? উত্তরে জনপ্রিয় এই গায়ক-অভিনেতা জানিয়েছিলেন, বিয়ে নিয়ে কোনো লুকোচুরি নয়, সঙ্গে সঙ্গে জানাবেন। বলেছিলেন, ‘বিয়ে তো করবই, তবে সেটা সময়ই বলে দেবে।’

সেই সাক্ষাৎকার প্রকাশের এক মাসের মাথায় ঠিকই বিয়ে করে খবরে তাহসান। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তাহসানের সঙ্গে রোজা আহমেদ নামের এক তরুণীর ছবি। দেখে মনে হয়, গায়েহলুদের ছবি। সেই ছবি ঘিরে তৈরি হয় জল্পনা। ভক্তদের প্রশ্ন, তাহলে কি বিয়ে করলেন তাহসান? কেউ কেউ অভিনন্দনও জানাতে থাকেন।

বর্তমানে ঢাকায় রয়েছেন তাহসান। শুক্রবার তাঁর হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে সেটি সম্পর্কে জানতে চান এই প্রতিবেদক। সঙ্গে সঙ্গে তাহসানের উত্তর, ‘আগামীকাল জানাচ্ছি।’ অর্থাৎ শনিবার (গতকাল) কথা বলবেন। বিয়ে করছেন কি না, তখনো সেটা খোলাসা করলেন না।

সকালে তাহসানের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করা হয়, ‘তাহলে কি অভিনন্দন দেওয়া যায়?’ কিছুটা ভেবে তাহসান বলেন, ‘অভিনন্দন জানাতে পারেন।’ তখনো তাহসানের বিয়ের খবরে ফেসবুক সয়লাব। কিন্তু তাহসান জানালেন, আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব এখনো সারেননি। এ জন্য অপেক্ষা করতে হবে।

অবশেষে ব্যস্ততার ফাঁকে গতকাল সন্ধ্যায় ধরা দিলেন তাহসান। জানালেন, গত শুক্রবার ছিল তাঁদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শনিবার। বিয়ের অনুষ্ঠান থেকে এই অভিনেতা বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (শনিবার) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

এর আগে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ছয়টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করেন তাহসান। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টায় সাড়ে ৫ লাখ প্রতিক্রিয়া। ৮৫ হাজারের বেশি ভক্ত তাঁদের শুভকামনা জানিয়ে মন্তব্য করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

রোজার সঙ্গে কীভাবে পরিচয়, জানতে চাইলে তাহসান বলেন, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।’

রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান।

তবে দেশেও কাজ করার ইচ্ছা আছে। চলতি মাসেই তাঁর দেশে আসার কথা। জানা গেছে, জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের ওপর বেসিক মাস্টার ক্লাস নেবেন।

কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে নিয়মিত যাওয়া–আসার মধ্যে রয়েছেন তাহসান খান। সর্বশেষ হলিউডে ‘ভুলে যাব’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওর শুটিং করেছেন। আরও ১২টি গান নিয়ে কাজ করছেন তাহসান।

Share.
Leave A Reply

Exit mobile version