বুধবার, ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

দেশের ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

দেশের ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির একটি সূত্র। একই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও (বিএফআইইউ)।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে গত ২২ অক্টোবর দুদক চেয়ারম্যানের কাছে চিঠিটি পাঠানো হয় বলে জানা গেছে। উপসচিব (তথ্য ও গণযোগাযোগ-১) মো. মাসুদ খান স্বাক্ষরিত চিঠিতে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়।

এ বিষয়ে দুদকের অভিযোগ যাচাই-বাছাই কমিটি (যাবাক) শাখার পরিচালক উত্তম কুমার মণ্ডল বলেন, ‘চিঠিটি আমরা এখনো পাইনি। সে হিসেবে এ অভিযোগসংক্রান্ত অনুসন্ধানের সিদ্ধান্তও নেয়া হয়নি।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিএফআইইউকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে দেশের আর্থিক গোয়েন্দা সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি আমরা পেয়েছি। নির্দেশনার আলোকে বিএফআইইউ কাজ শুরু করেছে।’

চিঠিতে যেসব সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে, তাদের কয়েকজনের বিষয়ে এর আগেও বিএফআইইউ কাজ করেছে।’

এদিকে তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিএফআইইউ ব্যাংকগুলোকে চিঠি দিয়ে ২৮ এ সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। তাদের নামে কোনো ব্যাংকের লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ডসহ অন্যান্য কোনো আর্থিক উপকরণ রয়েছে কিনা বা টাকাপয়সার লেনদেন হয়েছে কিনা, এসব তথ্য জানতে চেয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version