বুধবার, ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুন নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে, তা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, অ্যাস্ট্রোলজার ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ফজলে আজিম

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

অধিপতি গ্রহ: শনি

শুভ রত্ন: ইন্দ্রনীলা

শুভ রং: সাদা, কালো, লাল ও নীল

শুভ সংখ্যা: ৬, ৮ ও ৯

শুভ বার: মঙ্গল, বুধ, শুক্র ও শনি

বৈশিষ্ট্য: আপনি কিছুটা আরামপ্রিয়। ধীরস্থিরভাবে কাজ শুরু করতে পছন্দ করেন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে এ নিয়ে আপনাকে অনেক কথা শুনতে হতে পারে। তবে আপনি সূক্ষ্মভাবে অনেক কিছু করতে পারেন, যেটা অন্যরা পারে না। আপনি আগবাড়িয়ে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া বা সবার সঙ্গে সহজে মিশতে পারেন না। নিজের মধ্যে জড়তা কাজ করে। যত বেশি ভালো মানুষের সঙ্গে মিশতে পারবেন, ততই আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়বে। পাশাপাশি একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি অধ্যবসায়ী, পরিশ্রমী ও স্বাধীনচেতা। জীবনের অনেক ক্ষেত্রেই আপনি সহনশীল ও হিসাবি। জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই আপনার সাফল্য এসেছে। আর তাই আপনার জীবনদৃষ্টি অন্যদের চেয়ে আলাদা। এ রাশির অনেকেই সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলার চেষ্টা করেন। পুরোনো রীতিনীতি মেনে চলতে চান। আপনার দায়িত্বজ্ঞান ও সচেতনতার ফলে অন্যরা সহজে আপনাকে বিশ্বাস করে। রহস্যজনক বিষয়ের প্রতি আপনার ঝোঁক থাকতে পারে। এ রাশির জাতকদের জীবনে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। সাফল্য সাধারণত বেশি বয়সে আসে। আপনি সদা সতর্ক ও হিসাবি। আরামপ্রিয় বলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। তবে যথেষ্ট কর্মশক্তির অধিকারী। সহজাতভাবে আপনার মধ্যে সাংগঠনিক দক্ষতা আছে। মাঝেমধ্যে আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করতে হয়। ভাগ্যোন্নয়নে আপনার জন্য কর্মের বিকল্প নেই। নানা রকমের প্রতিবন্ধকতা মোকাবিলা করার মাধ্যমে আপনাকে সামনের পথে এগিয়ে চলতে হয়। বাস্তবজীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন বলে কল্পনায় ভেসে বেড়ান না। শরীরের দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু, জয়েন্ট, কঙ্কালতন্ত্র ও রক্তসংবহনতন্ত্র। কারও কারও ক্ষেত্রে পায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন কিংবা অসুবিধা থাকতে পারে।

কেমন যাবে মকর রাশির ২০২৪

এ বছর আপনাকে কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় অল্প হলেও নিয়মিত সঞ্চয় করার চেষ্টা করুন। সাময়িকভাবে সময় চ্যালেঞ্জিং যেতে পারে। অলসতার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বেশি সাবধানতার প্রয়োজন আছে। যানবাহন কেনার সময় অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো করবেন। নবদম্পতিদের সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। আইন, মধ্যস্থতা কারবারিদের সাফল্যের সম্ভাবনা আছে।

Share.
Leave A Reply

Exit mobile version