হামলার উদ্দেশ্যে পাঠানো রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোনের মধ্যে ৭১টি ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট।
স্থানীয় সময় গতকাল রোববার ইউক্রেনের বিমানবাহিনী বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই দাবি করে।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল রাশিয়া। রাশিয়ার মোট ৭১টি ড্রোন ভূপাতিত করা হয়। এ ছাড়া ইউক্রেনের আকাশসীমায় শনাক্ত ছয়টি রুশ ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এই ড্রোনগুলো পরে হারিয়ে যায়।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে রুশ বাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় বিমানবাহিনী।
ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।