রবিবার, ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে গতকাল সোমবার ইসরায়েলি হামলায় সুহেইল হুসেইন হুসেইনি নামে হিজবুল্লাহর সদর দপ্তরের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এ কথা জানিয়েছে।

ইসরায়েলের দাবি, ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিলিবণ্টন করার কাজে যুক্ত ছিলেন কমান্ডার সুহেইল।

এ ছাড়া হিজবুল্লাহর বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পের বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন সুহেইল। এর মধ্যে হিজবুল্লাহর যুদ্ধ পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তাঁর সঙ্গে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান ছিলেন। হামলায় তিনিও নিহত হন।

সংগঠনে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি বিবেচিত হচ্ছেন হাশেম সাফিউদ্দিন। তবে হাশেম সাফিউদ্দিনের সঙ্গে গতকাল শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এ তথ্য জানায়।

গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থ একটি বাংকারে ছিলেন।

 

Share.
Leave A Reply

Exit mobile version