সোমবার, ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে ১৮ দফার ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও শ্রমিক হত্যার বিচার দাবি করেছেন ২০টি শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা শ্রমিকদের ওপর দমন নীতির পথ পরিহার করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ২০টি শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বিভিন্ন গুজব ছড়িয়ে ও অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চক্রান্ত রুখে দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে উৎপাদন অব্যাহত রাখার ক্ষেত্রে যেকোনো বাধা ও ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বলেন শ্রমিকনেতারা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা বাবুল আক্তার, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পোশাকশিল্পের কিছু মালিক আগের মতো দমন-পীড়ন চালিয়ে যাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন অবাধ ট্রেড ইউনিয়নসহ আইনানুগ সুযোগ-সুবিধা ও অধিকারবঞ্চিত শ্রমিকেরা বিভিন্ন কারখানায় দাবিনামা উত্থাপন ও আন্দোলন করতে বাধ্য হন। এই পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় ১৮ দফা চুক্তি সই হয়।

Share.
Leave A Reply

Exit mobile version