সোমবার, ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারের যে জায়গায় এ বছরের জুলাইয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছিল, সেই একই জায়গায় গতকাল শনিবার নির্বাচনী সমাবেশ করেছেন ট্রাম্প। আগামী নভেম্বরের নির্বাচনের মাসখানেক আগে তিনি এ সমাবেশ থেকে হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন।

গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী প্রচারে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করেন হামলাকারী। এ ঘটনায় ট্রাম্প অল্পের জন্য বেঁচে যান। সামান্য আহত হন। নিরাপত্তাকর্মীদের গুলিতে প্রাণ যায় সন্দেহভাজন হামলাকারীর।

সেই প্রসঙ্গ টেনে নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, ‘ঠিক ১২ সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায়, এই জায়গাতেই একজন ঠান্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল।’ তবে নিরাপত্তার স্বার্থে ট্রাম্প হাজার দশেক সমর্থকের সামনে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দেন।

হামলাকারী বন্দুকধারীকে ‘বিদ্বেষপূর্ণ দানব’ বলে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তিনি কখনো হাল ছাড়বেন না… ভেঙে পড়বেন না। এ সময় উপস্থিত সমর্থকেরা ‘লড়াই, লড়াই, লড়াই’ স্লোগান দেন।

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত, বললেন ট্রাম্প
সমাবেশের মঞ্চে ট্রাম্পের সঙ্গে যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে।’

Share.
Leave A Reply

Exit mobile version