শনিবার, ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

‘নাকফুল’ ছবির যাবতীয় কাজ শেষ হয়েছে আরও দেড় বছর আগে। তারপরও ছবিটির মুক্তির খবর নেই। এর আগে একাধিকবার যদিও মুক্তির কথা শোনা গিয়েছিল। অবশেষে গতকাল মঙ্গলবার পরিচালক অলোক হাসান প্রথম আলোকে জানালেন, ‘নাকফুল’ মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকেরা।
পূজা চেরী ও আদর আজাদ অভিনীত প্রথম সিনেমা ‘নাকফুল’। ফেরারী ফরহাদের গল্পে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আলোক হাসান। সিনেমার দৃশ্যধারণ হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে একটানা ২০ দিন চলে শুটিং। পরে ঢাকায় এর কাজ শেষ হয়। সিনোমাটি প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘“নাকফুল” একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।’

আদর আজাদ বলেন, ‘সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। খুবই অসাধারণ একটি গল্প। গ্রামের সহজ-সরল প্রতিবাদী এক যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম রাজু। গ্রামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারপর তার সঙ্গে তৈরি হয় সম্পর্ক। ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি, এ সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

 

Share.
Leave A Reply

Exit mobile version