বুধবার, ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে তানভিরসহ সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হয়। হাওরে মাছ ধরতে আসা আশপাশের অন্য নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়।

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানভীর মিয়া (১৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তানভীর মিয়াসহ তিনজন নৌকা নিয়ে বৃহস্পতিবার রাতে ইয়ারাবাজ হাওরে মাছ ধরতে যায়।

রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে তানভিরসহ সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হয়। হাওরে মাছ ধরতে আসা আশপাশের অন্য নৌকার জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতের ঘটনার পর তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভিরকে মৃত ঘোষণা করেন আর বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করেন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Share.
Leave A Reply

Exit mobile version