রবিবার, ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

ভ্রমণ

‘আন্ডার দ্য তাস্কান সান’ সিনেমার দৃশ্যে অভিনেত্রী ডায়ানা লেন। ইতালির তাস্কানি প্রদেশের ছোট্ট এক পাহাড়ি গ্রাম কর্টোনার গল্প নিয়ে তৈরি হয়েছিল ছবিটিছবি: সংগৃহীত ভিনদেশি এক গ্রামে ভর দুপুরবেলায় হঠাৎ আমার মনে হলো, মার্কেজ বোধ হয় সত্যি। না… মানে…বলছি যে মার্কেজের অন্তত একটা ছোটগল্পকে আমি যেন চোখের সামনে স্পষ্ট দেখলাম। সেই গল্পের কথা বলছি, যে গল্পে দুই ভাই আলো দিয়ে পুরো ঘর ভর্তি করে ফেলল। এরপর আলোর ঢেউয়ে তারা নৌকা বাইছে। এদিকে শহরজুড়ে জলের মতো ছড়িয়ে পড়েছে উদ্ভাসিত ঢেউ। যে গ্রামের কথা বলছিলাম, সেখানে রোদ এমন জলের মতো। মনে হয় রোদকে কেউ জলরং বানিয়ে ছবি এঁকেছে। রোদের তীব্রতা নেই, তবে ঝকঝকে…

সর্বশেষ সংবাদ