বাংলাদেশের সমৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।
শুক্রবার (১১ অক্টোবর) বৈঠক শেষে জন বাস এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে অর্থনৈতিক ও সন্ত্রাসবাদ দমনের বিষয়ে আমাদের অভিন্ন লক্ষ্যের বিষয়ে আলোচনার প্রশংসা করি। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার বিশেষ গুরুত্বের বিষয়ে আমরা আলোচনা করেছি।’