বর্তমানে বাংলাদেশে শিক্ষক স্বল্পতা একটি বড় সমস্যা। বিশেষ করে কলেজগুলোয় শিক্ষক স্বল্পতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পর্যাপ্ত শিক্ষকের অভাবে কলেজগুলোতে নিয়মিত পাঠদান দিতে ব্যর্থ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ চট্টগ্রাম কলেজ। শত বছরের ঐতিহ্য ধারণ করা কলেজটির বাংলা বিভাগও একটি ঐতিহ্যপূর্ণ বিভাগ। ড. মুহাম্মদ আবদুল হাই, ড. হুমায়ুন আজাদ, ফোকলোর বিশেষজ্ঞ মোহাম্মদ মনসুর উদ্দিন, অধ্যাপক মনিরুজ্জামানদের মতো বহু কৃতী শিক্ষকের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ কবীর, অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক আবুল কাসেমসহ বহু কৃতী শিক্ষার্থী বাংলা বিভাগের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।
বর্তমানে বিভাগটিতে অনার্স, মাস্টার্সসহ অধ্যয়ন করছেন শত শত শিক্ষার্থী। রয়েছেন মাত্র ছয়জন শিক্ষক। এই ছয়জনকেই অনার্স ও মাস্টার্সের সঙ্গে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদেরও ক্লাস নিতে হচ্ছে। ফলে তারা নিয়মিত সব বর্ষের ক্লাস দিতে পারছেন না। ক্লাস কমে যাওয়ায় শিক্ষার্থীদের কলেজে আসা কমে গেছে। এমন শিক্ষকসংকটে ভুগছে কলেজের আরও বিভাগ। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাদিয়া সুলতানা
শিক্ষার্থী, চতুর্থ বর্ষ
বাংলা বিভাগ