ক্ষমতায় গেলে ইউক্রেনের শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন কমলা হ্যারিস। তিনি বলেন, এ প্রক্রিয়ায় ইউক্রেনকে যদি একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করা থেকে বিরত থাকবেন।
কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বেন কমলা।
নির্বাচনের এক মাসের কম সময় আগে গতকাল সোমবার সিবিএস চ্যানেলে ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে কথা বলেন কমলা। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, যুদ্ধ (ইউক্রেনে) বন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন কি না?
জবাবে কমলা বলেন, ‘ইউক্রেনকে ছাড়া কোনো দ্বিপক্ষীয় আলোচনা নয়। না, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ইউক্রেনীয়দের অবশ্যই বক্তব্য থাকতে হবে।’
এর আগে জো বাইডেন প্রশাসন পুতিনের সঙ্গে যেকোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল।
ইসরায়েলকে নিয়ে ক্ষুব্ধ মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস
ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন কমলা। এর আগে ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে জো বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, তিনি দ্রুত পুতিনের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছবেন।
যুক্তরাষ্ট্রের অর্থনীতির হালহকিকত নিয়েও কথা বলেন কমলা। তিনি বলেন, আমেরিকার সব মানুষের মধ্যে বর্তমানে বেকারত্বের হার ঐতিহাসিকভাবে সবচেয়ে কম। তবে দেশে জিনিসপত্রের দাম এখনো অনেকটাই বেশি বলেও স্বীকার করে নেন তিনি।